মালয়েশিয়ার সাবাহ প্রদেশে হাইকমিশনের সিরিজ মিটিং

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে হাইকমিশনের সিরিজ মিটিং

মালয়েশিয়ার সাবাহ প্রদেশের কোটা কিনাবালুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্লু ইকোনমি কনফারেন্স ২০২৪-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১৯-২০ অক্টোবর অনুষ্ঠিত এ কনফারেন্সে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল  অংশগ্রহণ করে।

মালয়েশিয়ার সাবাহ প্রদেশের কোটা কিনাবালুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্লু ইকোনমি কনফারেন্স ২০২৪-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১৯-২০ অক্টোবর অনুষ্ঠিত এ কনফারেন্সে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল  অংশগ্রহণ করে।

এ ছাড়া কনফারেন্সের পাশাপাশি সাবাহ প্রদেশের অর্থমন্ত্রী দাতুক সেরি পাংলিমা মাসিদি মানজুন, উপ-মুখ্যমন্ত্রী-১/কৃষি, মৎস্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী ড. জেফরি জি কিটিংগান, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টাপ্রেনিউরশিপ মন্ত্রণালয়ের পার্মানেন্ট সচিব দাতুক থমাস লজিজিন, প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগের সচিব দাতুক এজি শাহমিনান এজি শাহরি, সাবাহ অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষের ডেপুটি প্রধান নির্বাহী ড. সং ভান লিয়ং, পুলিশ কমিশনার দাতুক জাওতেহ ডিকুন এবং শ্রম বিভাগের পরিচালক ওয়ান জুলকফলি বিন ওয়ান সেটাপার সঙ্গে একগুচ্ছ মিটিং করে বাংলাদেশ প্রতিনিধি দল।

বৈঠকগুলোতে ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর ছাড়াও হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) প্রণব কুমার ভট্টাচার্য, প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন উপস্থিত ছিলেন।

বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে সাবাহ প্রদেশে বাংলাদেশিদের প্রবেশের জন্য মুখ্য মন্ত্রীর দপ্তরের স্পেশাল পাস নেওয়ার বিধান বাতিল এবং বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানানো হয়। এছাড়াও দ্বিপাক্ষিক কৃষি উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশি বিভিন্ন পেশাজীবীদের কাজের সুযোগ থাকলেও সাধারণ কর্মীদের কাজের অনুমতি নেই।

সাবাহ প্রাদেশিক সরকার বাংলাদেশিদের প্রবেশের জন্য স্পেশাল পাস নেওয়ার বিধান বাতিল করার এবং বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

সাবাহ কৃষিমন্ত্রী বাংলাদেশের কৃষি পদ্ধতি, বিশেষ করে ধান, মাছ উৎপাদন সম্পর্কে জানতে  এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সুযোগ অন্বেষণের জন্য আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া কনফারেন্স চলাকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। আনোয়ার ইব্রাহিম তার সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার ভালো বন্ধু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গঠনমূলক আলোচনায় আনন্দ প্রকাশ করেন।

বাংলাদেশি প্রতিনিধি দলের জন্য সাবাহর সহকারী অর্থমন্ত্রী এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ মন্ত্রণালয়ের পার্মানেন্ট সচিব মধ্যাহ্নভোজের আয়োজন করে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *