গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

গভীর রাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনের অভিযোগে চার ছাত্রকে হাতেনাতে আটক করেছে হলের শিক্ষার্থীরা। 

গভীর রাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনের অভিযোগে চার ছাত্রকে হাতেনাতে আটক করেছে হলের শিক্ষার্থীরা। 

রোববার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বি-ব্লকের ৫ তলার ছাদের ওপর এই ঘটনা ঘটে।

অভিযুক্ত চার শিক্ষার্থী হলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাঁধন কুমার চট্টোপাধ্যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদমান রাব্বী ও আসাদ হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের শোভন বিশ্বাস। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে হলে নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা সিনিয়র জুনিয়র মিলে হলে পিকনিকের আয়োজন করেন। রাত ১টার দিকে পাঁচজন ছাত্র হলের ছাদে যায় মাদক সেবন করতে। এরপর রাত দেড়টার দিকে হলের দুইজন শিক্ষার্থী মাদকের গন্ধ পেয়ে ছাদে যান। গিয়ে দেখেন পাঁচজন ছাত্র ছাদে মাদক সেবন করছে। এরপর তাদের ধরতে গেলে নয়ন খান নামে নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র পালিয়ে যায়। পরে ওই চার শিক্ষার্থীকে হলের ৪২০ নাম্বার রুমে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক সেবনের অভিযোগটি স্বীকার করেন।

স্থাপত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুস শাকুর রিফাত বলেন, আমি এবং আমার রুমমেট মাদকের গন্ধ পেয়ে হলের ছাদে ছুটে যাই। গিয়ে দেখি ওরা মাদক সেবন করছেন। সেখানে আমরা মাদকের সরঞ্জামাদিসহ ওদেরকে হাতেনাতে ধরি। ওদেরকে মাদকসেবন করতে দেখে আমরা হলের আরও ছাত্রদের ছাদে ডেকে আনি এবং হলের ৪২০ নাম্বার রুমে নিয়ে যাই। তবে এরমধ্যে একজন ছাত্র পালিয়ে যায়। এরপর আমরা হল প্রশাসনকে বিষয়টি অবগত করি।

হলের সহকারী প্রভোস্ট আল-ফাহাদ ভূঁইয়া বলেন, আমি পুরো ঘটনা শুনেছি। ওরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছে। হল প্রভোস্ট এ বিষয়ে ব্যবস্থা নেবে।

রাকিব হাসনাত/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *