কৃষি মেলা থেকে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা: একজনের ফাঁসির আদেশ

কৃষি মেলা থেকে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা: একজনের ফাঁসির আদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার স্কুলছাত্র মাহাফুজ আলম সজিবকে (১৫) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার স্কুলছাত্র মাহাফুজ আলম সজিবকে (১৫) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরীফ উদ্দিন হাসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামুন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

এ হত্যা মামলায় এজাহারনামীয় ছয়জন আসামির মধ্যে তিনজন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহন হন৷ এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷

মামলা এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৯ জুলাই দামুড়হুদা উপজেলা চত্বরে হওয়া কৃষি মেলা থেকে এজাহারনামীয় আসামিরা মাহাফুজ আলম সজিবকে অপহরণ করেন। পরদিন তারা সজিবের মোবাইল ফোন থেকে তার মায়ের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই বছরের ৩১ আগস্ট চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার কুরবান আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে সজিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সদস্যরা।

এ ঘটনার পর ২০১৬ সালের ১ সেপ্টেম্বর নিহত সজিবের বাবা আব্দুল হালিম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা করেন।

ওই বছরেই এজাহার নামীয় আসামি রাকিবুল ইসলাম, সবুজ মিয়া ও শাকিল র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এছাড়া আসামি আলমগীর ও পিনুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন দামুড়হুদা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরীফ উদ্দিন হাসু ঢাকা পোস্টকে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারকে এই মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এছাড়া আগামী সাতদিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আসামীপক্ষ।

আফজালুল হক/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *