মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের জরি মিয়া (৮৫) গত বৃহস্পতিবার ওষুধ আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর দুই দিন পর শনিবার (১২ অক্টোবর) বিকেলে তার মরদেহ খুঁজে পান স্থানীয়রা। পরে পুলিশ রাতে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের জরি মিয়া (৮৫) গত বৃহস্পতিবার ওষুধ আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর দুই দিন পর শনিবার (১২ অক্টোবর) বিকেলে তার মরদেহ খুঁজে পান স্থানীয়রা। পরে পুলিশ রাতে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জরি মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ওষুধ আনতে বাড়ি থেকে বের হন জরি মিয়া। এরপর বিকেলে বৃদ্ধ বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। শনিবার (১২ অক্টোবর) বিকেলে স্থানীয়রা উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া খালে ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে রাতে মরদেহটি উদ্ধার করে।
আশরাফ আলী/আরকে