এবার বিসিবিতেও সংস্কারের দাবি কোচ ফাহিমের

এবার বিসিবিতেও সংস্কারের দাবি কোচ ফাহিমের

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পাল্টে গেছে দেশের সরকার প্রধান। শেখ হাসিনার পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরপর সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় প্রতিটি অঙ্গনেই চলছে পদত্যাগ ও নতুন করে দায়িত্ব প্রদানের কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) হয়তো তেমনটাই ঘটতে যাচ্ছে। বিসিবিতে সংস্কারের দাবি তুলেছেন দেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম।

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পাল্টে গেছে দেশের সরকার প্রধান। শেখ হাসিনার পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরপর সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় প্রতিটি অঙ্গনেই চলছে পদত্যাগ ও নতুন করে দায়িত্ব প্রদানের কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) হয়তো তেমনটাই ঘটতে যাচ্ছে। বিসিবিতে সংস্কারের দাবি তুলেছেন দেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম।

আজ (শনিবার) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা (রূপরেখা) নিয়েই তো বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’

বিসিবি বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও, এখানে অভ্যন্তরীণ শৃঙ্খলা নেই বলেও মন্তব্য করেন কোচ ফাহিম, ‘আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমার মনে হয় না, বিসিবি খুব ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। যেটা বাইরে থেকে দেখে মনে করে কিংবা এর চাকচিক্য দেখে মনে করে বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন।’

এরপর দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থায় পরিবর্তনের দাবি তুলে তিনি বলেন, ‘আমার মনে হয় যে, বিসিবিতে যেসব সুযোগ ছিল সেগুলো কাজে লাগানো হয়নি। সেটা অনেক কারণেই হয়নি, অনেকের ভুলের কারণেও হয়নি। আমার মনে হয় যে, এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে। সেটার পরিবর্তন আনা দরকার।’

গত জানুয়ারিতে প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিসহ ক্রীড়াঙ্গনের অনেকেই আত্মগোপনে চলে গেছেন। ফলে নেতৃত্বের সঙ্কট তৈরি হয়েছে নতুন করে। এ ছাড়া তিনি থাকাকালেও যোগ্য নেতৃত্বের অভাবে বিসিবির কর্মকাণ্ড সঠিক পথে ছিল না বলেও মনে করেন নাজমুল আবেদীন ফাহিম। তাই তো যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের হাতে দায়িত্ব দিয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতার মাধ্যমে বিসিবি পরিচালনার পক্ষে তিনি। 

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বিসিবিতে পরিবর্তন আনার ব্যাপারে তার সঙ্গেও বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন কোচ ফাহিম। এর আগে দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিএর এই কোচ বিসিবির সর্বশেষ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

এসএইচ/এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *