চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে খুলশী ১ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, উল্টো পথে আসা একটি প্রাডো গাড়ির চালক কনস্টেবল সোহরাব হোসেনের ওপর হামলা করেছেন। এতে ভুক্তভোগীর নাকের হাড় ভেঙে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার অপারেশন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত গাড়িচালকের নাম মো. রফিকুল আলম। গাড়িটি সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের। পুলিশের ওপর হামলার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে অভিযুক্ত গাড়িচালককে ওই প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে রফিকুল খুলশী থানায় আটক রয়েছেন। রাতেই তার বিরুদ্ধে মামলা হতে পারে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন টিটু ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার দুপুরে খুলশী ১ নম্বর এলাকায় সড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল সোহরাব। ওইসময় একটি প্রাডো গাড়ি উল্টো পথে আসতে দেখলে তিনি থামানোর সংকেত দেন। গাড়িটি পাশে এলে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কনস্টেবলে সোহরাবকে ঘুষি মারেন চালক। এরপরও গাড়িটিকে আটকানোর চেষ্টা করে সোহরাব। এতে আবারও হামলা করেন গাড়িচালক।
তিনি আরও বলেন, তখন ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। একপর্যায়ে গাড়িচালক নেমে পালিয়ে যান। গাড়িটি যে প্রতিষ্ঠানের, তাদের সঙ্গে যোগাযোগ করি আমরা। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ গাড়িচালককে ডেকে আমাদের কাছে সোপর্দ করে। একই সঙ্গে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
কী কারণে হামলা হয়েছে জানতে চাইলে ডিসি জয়নুল আবেদীন টিটু বলেন, হামলার সঠিক কারণ জানা যায়নি। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে যদি পুলিশের মনোবল ভাঙার জন্য এ ঘটনা করে তাহলে তিনি ভুল করেছেন। কারণ আমরা নতুন দিনের পুলিশ, নতুন উদ্যমে কাজ করছি। এরকম ঘটনা ঘটালে আমরা তাদের কঠোর হস্তে দমন করব।
এমআর/এনএফ