ইপসউইচের বিপক্ষে উড়ন্ত লিভারপুল, রেকর্ডবুকে সালাহ-স্লট

ইপসউইচের বিপক্ষে উড়ন্ত লিভারপুল, রেকর্ডবুকে সালাহ-স্লট

চিরচেনা গ্রেগেনপ্রেসিং নেই। নেই ডাগআউটে ইউর্গেন ক্লপের চেনা উন্মাদনা আর হাসিটাও। ইপসউইচ টাউনের বিপক্ষে নতুন এক যুগের শুরু হলো লিভারপুলের জন্য। আর্নে স্লট নামের ডাচ ভদ্রলোক দাঁড়ালেন অলরেডদের কোচ হয়ে। ক্লপ কিংবদন্তি নিঃসন্দেহে। শুরুটাও তাই চাপের ছিল নতুন কোচ স্লটের জন্য। সেই চাপ ছিল খেলোয়াড়দের ওপরেও। 

চিরচেনা গ্রেগেনপ্রেসিং নেই। নেই ডাগআউটে ইউর্গেন ক্লপের চেনা উন্মাদনা আর হাসিটাও। ইপসউইচ টাউনের বিপক্ষে নতুন এক যুগের শুরু হলো লিভারপুলের জন্য। আর্নে স্লট নামের ডাচ ভদ্রলোক দাঁড়ালেন অলরেডদের কোচ হয়ে। ক্লপ কিংবদন্তি নিঃসন্দেহে। শুরুটাও তাই চাপের ছিল নতুন কোচ স্লটের জন্য। সেই চাপ ছিল খেলোয়াড়দের ওপরেও। 

প্রথমার্ধের খেলায় ক্লপ আর চিরচেনা লিভারপুলকে নিশ্চিতভাবেই মিস করেছিলেন লিভারপুলের সমর্থকরা। পুরো ৪৫ মিনিট অলরেডরা খুব একটা গোছানো আক্রমণ করতেই পারেনি। ইপসউইচের রক্ষণভাগ লিভারপুলকে সামলেছে দারুণভাবে। তবে লিভারপুলে আর্নে স্লট ম্যাজিক দেখা গেল দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের পর থেকে। একের পর এক আক্রমণে দিশেহারা করেছে প্রতিপক্ষকে। 

মোহাম্মদ সালাহ টানা ৮ মৌসুম লিগের উদ্বোধনী ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করেছেন। উদ্বোধনী দিনে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল এখন তারই। সঙ্গে পেয়েছেন এক অ্যাসিস্টও। তার বাড়ানো বলেই স্লট-যুগে লিভারপুলের হয়ে প্রথম গোল করেন দিয়েগো জোতা। ২-০ গোলের জয় দিয়েই ২০২৪-২৫ মৌসুমের শুরু অলরেডদের জন্য। 

একবিংশ শতকে লিভারপুলের ৬ষ্ঠ কোচ আর্নে স্লট। এর আগে পাঁচ রাফা বেনিতেজ, রয় হজসন, কেনি ডালগ্লিশ, ব্রেন্ডন রজার্স ও ইয়ুর্গেন ক্লপ নিজেদের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে দলকে জয়ে এনে দিতে পারেননি। আর্নে স্লটের দলও বলতে গেলে সেই পথেই ছিল। প্রথমার্ধের খেলা শেষের আগেই টুইটারে লিভারপুল ভক্তরা ঝড় তুলেছেন। একাধিক পজিশনে নতুন খেলোয়াড় আনার কথাও উঠতে থাকে। 

তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ম্যাচে ফেরে লিভারপুল।  ৬০ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং মোহাম্মদ সালাহর চিরচেনা বোঝাপড়ায় প্রথম গোল পায় অলরেডরা। ডান প্রান্তে সালাহকে পাস বাড়ান ট্রেন্ট। সালাহ বলটি বাড়িয়ে দেন জোতার পায়ে। সহজেই বল জালে জড়ান জোতা।

৫ মিনিট পরেই ব্যবধানটা দ্বিগুণ করেন সালাহ। ভার্জিল ফন ডাইকের বাড়ানো লম্বা পাস ধরে দমিনিক সবোসলাইয়ের সঙ্গে ওয়ান-টু খেলে আবারও বল পেয়ে যাওয়া সালাহ আরেকবার লিগের প্রথম ম্যাচেই পেয়ে যান গোল। গত মৌসুমে চেলসির বিপক্ষে উদ্বোধনী ম্যাচ বাদ দিয়ে নিজের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের বাকি ৭ ম্যাচেই পেয়েছেন গোল। 

এ নিয়ে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে রেকর্ড ৯ গোল পেলেন সালাহ। সালাহ পেছনে ফেলেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, অ্যালান শিয়ারার ও ওয়েইন রুনির ৮ গোলের রেকর্ড।

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *