আল্লাহর রহমত কামনার ৩ দোয়া

আল্লাহর রহমত কামনার ৩ দোয়া

আল্লাহর রহমত লাভের প্রত্যাশা সবাই করে। আল্লাহ তায়ালা বান্দাকে নিজের রহমত ও অনুগ্রহের চাদরে ঢেকে রাখতে ভালোবাসেন। বান্দাও রহমত লাভের জন্য নিজের মতো করে চেষ্টা করে। বিভিন্ন পন্থা অবলম্বন করে। 

আল্লাহর রহমত লাভের প্রত্যাশা সবাই করে। আল্লাহ তায়ালা বান্দাকে নিজের রহমত ও অনুগ্রহের চাদরে ঢেকে রাখতে ভালোবাসেন। বান্দাও রহমত লাভের জন্য নিজের মতো করে চেষ্টা করে। বিভিন্ন পন্থা অবলম্বন করে। 

আল্লাহর রহম লাভ করতে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। হাদিসে বর্ণিত আল্লাহর রহমত লাভের তিনটি দোয়া তুলে ধরা হলো এখানে—

আল্লাহর কাছ থেকে রহমত কামনা

رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً وَّ هَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا

উচ্চারণ : রাব্বানা- আ-তিনা মিল্লা দুংকা রাহমাতাওঁ ওয়া হাইয়্যিই’ লানা- মিন আমরিনা- রাশাদা। (সুরা কাহাফ : আয়াত ১০)

অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদেরকে আপনার নিকট থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার তাওফিক দান করুন।

আল্লাহর দান লাভ

اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَ لَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنكَ الْجَدِّ

উচ্চারণ : আল্লাহুম্মা লা মানিআ লিমা আত্বাইতা, ওয়া লা মুত্বিয়া লিমা মানাতা, ওয়া লা ইয়াংফায়ু জাল ঝাদ্দি মিনকাল ঝাদ্দি। (বুখারি, মুসলিম, মিশকাত)

অর্থ : হে আল্লাহ! তুমি যা দানের ইচ্ছা কর, তা কেউ প্রতিরোধ করতে পারে না এবং তুমি যাতে বাধা দাও, তাও কেউ প্রদান করতে পারে না এবং কোনো সম্পদশালীর সম্পদ তোমার কাছে তাকে রক্ষা করতে পারে না।’

আল্লাহর সাহায্য ও কল্যাণ কামনা

اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ

উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি।

অর্থ : হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। (মু’জামুস সাহাবাহ : ০৩/৫৪৩; আল-ইসাবাহ : ০৬/৪০৭-৪০৮)

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *