পরিবর্তনের আন্দোলনের কর্মীদের কোনো ফ্যাসিস্ট শক্তি দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
পরিবর্তনের আন্দোলনের কর্মীদের কোনো ফ্যাসিস্ট শক্তি দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধূপখোলায় সাঈদ খোকন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে একথা বলেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আলাউদ্দিন আবিরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের প্রধান লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এ আন্দোলনের কর্মীরা কখনো বিপথে যেতে পারে না। যাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, তারা গোপনে কোনো পাপে লিপ্ত হতে পারে না।
তিনি আরও বলেন, পরকালে সফলতা পেতে হলে জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাতে হবে। যুগ যুগ ধরে অত্যাচারী শাসকরা এই আন্দোলনের কর্মীদের ওপর চরম জুলুম-নির্যাতন চালিয়েছে তাদের দাবিয়ে রাখার জন্য, কিন্তু তারা পারেনি এবং ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।
তিনি কর্মীদেরকে বর্তমান পরিস্থিতিতে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, মহানগর অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন এবং ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।
জেইউ/জেডএস