আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মহড়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মহড়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো. হুমায়ন কবীরের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসাররা থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগে খুলনা থানাধীন রূপসা ট্রাফিক মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, জোড়াগোট মোড় এবং খানজাহান আলী থানাধীন আটরা-শিরোমণি-পথেরবাজার পর্যন্ত সব পয়েন্টে বিভিন্ন পর্যায়ের জনতা পুলিশের কার্যক্রমকে সাধুবাদ জানান।
পুলিশবহরে পুলিশ ও জনতা খুলনা মহানগরীকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন।
কেএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহানগরীর বয়রা, শিববাড়ি, রুপসা, পিটিআই, রয়েল ও আপিল গেট মোড়ে ২১০টি যানবাহনের চালক ও হেল্পারদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হয়।
মোহাম্মদ মিলন/এমএ