অর্থবছরের প্রথম তিনমাসে এডিপি বাস্তবায়ন ৪.৭৫ শতাংশ

অর্থবছরের প্রথম তিনমাসে এডিপি বাস্তবায়ন ৪.৭৫ শতাংশ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিনমাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪.৭৫ শতাংশ। যা টাকার অঙ্কে ১৩ হাজার ২১৫ কোটি টাকা। তবে শুধু সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২.১৮ শতাংশ বা ৬ হাজার ৭২ কোটি টাকা।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিনমাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪.৭৫ শতাংশ। যা টাকার অঙ্কে ১৩ হাজার ২১৫ কোটি টাকা। তবে শুধু সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২.১৮ শতাংশ বা ৬ হাজার ৭২ কোটি টাকা।

সোমবার (২৮ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এ তথ্য জানায়।

এর আগে, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তায়নের হার ছিল ৭.৫০ শতাংশ। তার আগের অর্থবছরে ছিল ৮.৫৫ শতাংশ। এছাড়া গত ২০২৩-২৪ অর্থবছরের শুধু সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩.৬৭ শতাংশ। চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা।

আইএমইডি কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুতে সাধারণত প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মককর্তারা। এ কারণে অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়ন হার কম থাকে। এছাড়া জুলাই মাসজুড়ে রাজনৈতিক অস্থিরতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেড ও অসহযোগ আন্দোলনের প্রভাবও এডিপি বাস্তবায়নের ওপর পড়েছে।

এসআর/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *