সালমান এফ রহমানের গ্রেপ্তার নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

সালমান এফ রহমানের গ্রেপ্তার নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শনিবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘সারাদেশে কি হচ্ছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে।’

তিনি লেখেন, ‘জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে। কিন্তু তাই বলে তাদের যেভাবে অপমান করে গ্রেপ্তার, আদালতে নেওয়া, লোক লেলিয়ে অপমান করা- এটা মেনে নেওয়া যায় না। এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশনিসংকেত।’

রনি লেখেন, ‘মেজর জেনারেল জিয়াউল আহসান কোনো দিন ডিজিএফআইয়ের সঙ্গে ছিলেন না। তাকে বলা হচ্ছে আয়নাঘরের কারিগর। অথচ জেনারেল আকবর, জেনারেল আবেদীন সম্পর্কে টু শব্দটি নেই।’

প্রসঙ্গত, একসময় সালমান এফ রহমানকে ‘দরবেশ’ উপাধি দিয়েছিলেন গোলাম মাওলা রনি। তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *