শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের পাঁচ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের পাঁচ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।
প্রজ্ঞাপনে বলা হয়, পাঁচজন কর্মকর্তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
যাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হলো
বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর ও বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার প্রেস উইং-এর প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন৷
এমএম/এমএসএ