শেখ হাসিনা ছিলেন ভারতের তাঁবেদার : সালাউদ্দিন আহমেদ

শেখ হাসিনা ছিলেন ভারতের তাঁবেদার : সালাউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, উজানের পানি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। গত কয়েক বছরে এই নিয়ে ভারতের সঙ্গে কথা বলার মতো কোনো সরকার ছিল না। দেশটির সঙ্গে দর কষাকষির মতো মেরুদণ্ড শেখ হাসিনার ছিল না। সে ছিলেন ভারতের তাঁবেদার। এ পরিস্থিতি অবসানে জনগণের নির্বাচিত একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দরকার।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, উজানের পানি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। গত কয়েক বছরে এই নিয়ে ভারতের সঙ্গে কথা বলার মতো কোনো সরকার ছিল না। দেশটির সঙ্গে দর কষাকষির মতো মেরুদণ্ড শেখ হাসিনার ছিল না। সে ছিলেন ভারতের তাঁবেদার। এ পরিস্থিতি অবসানে জনগণের নির্বাচিত একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দরকার।

শুক্রবার বিকেলে কুমিল্লায় বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বানভাসি মানুষের পাশে থাকবে বিএনপি নেতাকর্মীরা। যতদিন এ বন্যা থাকবে, ততোদিন বানভাসি মানুষের পাশে বিএনপি থাকবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে থাকবেন। কেন্দ্র থেকেও যতটুকু সম্ভব সাহায্য করা হবে।

তিনি বলেন, ‘ভারতের উজান থেকে আসা পানি বা সেখানকার বাঁধ খুলে দিলেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়। এতে দেশের মানুষের জানমাল গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ইত্যাদির নানা ক্ষতি হয়েছে। বছরের পর বছর এ অবস্থা দেখে আসছি।

পরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সালাউদ্দিন আহমেদ। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিপুলসংখ্যক জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *