শূন্য হতে যাওয়া পদের তালিকা করছে এনটিআরসিএ

শূন্য হতে যাওয়া পদের তালিকা করছে এনটিআরসিএ

আগামী তিন বছরের মধ্যে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কী পরিমাণ পদ শূন্য হবে, তার তালিকা প্রস্তুত করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সেজন্য প্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে।

আগামী তিন বছরের মধ্যে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কী পরিমাণ পদ শূন্য হবে, তার তালিকা প্রস্তুত করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সেজন্য প্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে।

রোববার (অক্টোবর) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অনলাইনে ই-রেজিস্ট্রেশনের কাজ চলমান। এই কার্যক্রম ৬ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল। চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্যপদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল। যেহেতু, এনটিআরসিএ একইসঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।

নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e-Requisition) প্রদান করা সম্ভব হবে না।

এনএম/কেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *