নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশু-গৃহবধূসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশু-গৃহবধূসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, খয়রাত হোসেন (৭০), সুনীল চন্দ্র (৫৫), ওবায়দুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৮), গৌরি রানী (২৮), সাইদার আলী (৪৮), নাসিমা খাতুন (৩৮), বেলাল হোসেন (৫০), শিশু রিফাত হোসেন (৫) ও রিশা মনি (৮)। আহতের বাড়ি বাজার সংলগ্ন মেম্বারপাড়া, কৈপাড়া, বাহারপাড়া, সরকারপাড়া, হাজীপাড়া ও গুচ্ছগ্রামে।
সরকারপাড়ার স্কুলশিক্ষক নুর মোহাম্মদ ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যার পর থেকে একদল শিয়াল ওই এলাকার রাস্তায় চলাচলকারী মানুষজনকে এবং বাড়িতে ঢুকে শিশু-গৃহবধূদের কামড় দেয়। শিয়ালের কামড়ে ছয়টি গ্রামের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শেয়ালের আতঙ্কে মানুষজন লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছেন। ইতোমধ্যে গ্রামবাসীর লাঠির আঘাতে একটি শেয়াল মারা গেছে।
জাকিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক জিন্নাত আলী ঢাকা পোস্টকে জানান, রাত ৮টার দিকে শিয়ালের কামড়ে আহত প্রায় ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে শিশু, বৃদ্ধ ও গৃহবধূ রয়েছেন। সবাইকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম শাহ ঢাকা পোস্টকে বলেন, প্রত্যন্ত গ্রামে শিয়ালের কামড়ের ঘটনাটি ঘটেছে। ওই গ্রাম থেকে জেলা সদরের দূরত্ব ১৫ কিলোমিটারের বেশি। তাই আহতরা স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
শরিফুল ইসলাম/এসকেডি