মুছাপুর স্লুইসগেট দ্রুত স্থাপনের দাবিতে বিক্ষোভ

মুছাপুর স্লুইসগেট দ্রুত স্থাপনের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বন্যার পানির তীব্র চাপে ভেঙে যাওয়া স্লুইসগেট দ্রুত স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বাংলাবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বন্যার পানির তীব্র চাপে ভেঙে যাওয়া স্লুইসগেট দ্রুত স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বাংলাবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, ফেনীর সোনাগাজী, দাগনভূঁইয়া ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপকূলে অব্যাহত নদী ভাঙন ঠেকাতে ২৩ ভেন্টের রেগুলেটর নির্মাণ করা হয়।

সোমবার (২৬ আগস্ট) সকালে বন্যার পানির তীব্র চাপে মুছাপুর স্লুইসগেট ভেঙে যায়। তারপর থেকে নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ থেকে মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন এবং মুছাপুর স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। 

এসময় বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতাকর্মীর মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মুছাপুর ক্লোজার আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন বন্যার পানির তীব্র  চাপের কারণে স্লুইসগেট ভেঙে গেছে। আমরা বলতে চাই আমাদের মুছাপুর স্লুইসগেট ভাঙে নাই, ভেঙে দেওয়া হয়েছে। আমরা অবৈধভাবে বালু উত্তোলনকারীর সুষ্ঠু বিচার এবং অতিদ্রুত স্লুইসগেট পুনর্নির্মাণ দাবি জানাই। 

তারা আরও বলেন, মুছাপুর স্লুইসগেট ভেঙে যাওয়ায় মুছাপুর, চরদরবেশ, চর হাজারি, চর পার্বতী গুচ্ছগ্রামসহ কোম্পানগঞ্জ নদী ভাঙনের  ঝুঁকিতে থাকবে। আমরা সুষ্ঠু তদন্ত চাই। যারা আমাদের জীবন ঝুঁকিতে ফেলবে তাদের বিচার চাই। আগামীতে যেন কেউ বালু তুলতে না পারে সেইজন্য ছাত্র-জনতা সোচ্চার থাকবে।

হাসিব আল মামুন/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *