মমতাকে কটাক্ষ করে যা বললেন ঋত্বিক

মমতাকে কটাক্ষ করে যা বললেন ঋত্বিক

পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল ভারত।  শহর থেকে গ্রাম সর্বত্র বিক্ষোভ চলছে। সুবিচার ও নিরাপত্তার দাবিতে, প্রতিবাদে শামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের কর্মবিরতি চলছে এখনও। এমনকি প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসীরাও। ৩১ বছর বয়সী নারী চিকিৎসকের মৃত্যুতে সরব সাধারণ মানুষ থেকে তারকারা। 

পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল ভারত।  শহর থেকে গ্রাম সর্বত্র বিক্ষোভ চলছে। সুবিচার ও নিরাপত্তার দাবিতে, প্রতিবাদে শামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের কর্মবিরতি চলছে এখনও। এমনকি প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসীরাও। ৩১ বছর বয়সী নারী চিকিৎসকের মৃত্যুতে সরব সাধারণ মানুষ থেকে তারকারা।  দোষীদের শাস্তির দাবিতে মিছিল চলছে কলকাতা থেকে শুরু শহরতলির রাস্তায়। নৃশংসতার প্রতিবাদে ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে ১৪ অগাস্ট কলকাতাসহ বিভিন্ন জেলা, এমনকি রাজ্যে নেওয়া হয় এক কর্মসূচি। 

এদিন মধ্যরাতে রাত দখলে পথে নামেন লক্ষ লক্ষ নারী ও সাধারণ মানুষ। মেয়েরা রাত দখল করো আন্দোলনে তিলোত্তমার রাজপথে কানায় কানায় ভর্তি ছিল। হাজার হাজার মানুষের গলায় শোনা যায়, উই ওয়ান্ট জাস্টিস। 

এদিকে শুক্রবার পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মিছিলে ছিলেন তৃণমূলের নারী নেত্রী-সাংসদ-বিধায়ক এবং রাজ্যের প্রথম সারির নেতারা। যদিও অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মিছিল এবং মঞ্চের বক্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে মমতার নানা বক্তব্য।

নেতিবাচক মন্তব্যে ভরেছে সোশ্যাল মিডিয়া। এবার নাম না করেই তৃণমূল প্রধানকে কটাক্ষ করলেন ঋত্বিক চক্রবর্তী। 

বিভিন্ন বিষয় নিয়ে ঋত্বিক প্রায়ই সরব হন। আরজি কর কাণ্ড নিয়েও শুরু থেকেই প্রতিবাদ করেছেন তিনি। ফেসবুকে অভিনেতা লেখেন, রোজ সকালে বেশ কয়েকটা খবরের কাগজ পড়ি। গতকাল পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ হাস্যকর মিছিলের খবরটা যারা ছবি-টবি দিয়ে আজ প্রথম পাতায় হেডলাইন করার সিদ্ধান্ত নিল, ওই কাগজগুলো আগামীকাল থেকে আর ছুঁয়ে দেখব না। পোস্টের নিচে অনেকেই তাকে সমর্থন করেছেন।     

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে চিকিৎসকের ধর্ষণ-খুনে বিচারের দাবিতে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। এদিন চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে ডোরিনার মঞ্চ থেকে সিবিআইকে ডেডলাইন বেধে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আরজি কর ভাঙচুর কাণ্ডে দায়ী করেন সিপিএম-বিজেপিকে। এসব সব লক্ষ্মী ভাণ্ডারের ওপর সকলের হিংসার কারণে বলে দাবি করেন মমতা। 

এমএসএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *