বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ইন্ধনদাতা সুলতান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ইন্ধনদাতা সুলতান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ইন্ধনদাতা ও চাঁদাবাজ ইমরান হোসেন ওরফে সুলতানকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকা থেকে তাকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার  করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ইন্ধনদাতা ও চাঁদাবাজ ইমরান হোসেন ওরফে সুলতানকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকা থেকে তাকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার  করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, তুরাগ থানায় বৃন্দাবন পূজা মার্কেটে স্টাইলস কিচেন রেস্টুরেন্টের মালিক মেহেদী হাসানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২ অক্টোবর) একটি মামলা রুজু হয়।

মামলার এজাহারে ভিকটিম উল্লেখ করেন, গত ২০ সেপ্টেম্বর রাতে বাসায় ফেরার পথে কয়েকজন লোক তার গাড়ি থামিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এই এলাকায় রেস্টুরেন্ট চালাতে দেবে না মর্মে হুমকি প্রদান করে। পরের দিন গত ২১ সেপ্টেম্বর রাত ১১টার পর কাজ শেষে করে নিজস্ব প্রাইভেটকারযোগে বাসায় ফেরার সময় উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন লোক অটোরিকশা দিয়ে গাড়ির গতিরোধ করে তাদের ওপর হামলা করে আহত করে। এছাড়া রেস্টুরেন্ট ম্যানেজারের কাছ থেকে তার হাতে থাকা আংটি ছিনিয়ে নেয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ইমরান হোসেন ওরফে সুলতানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সুলতানের বিরুদ্ধে উত্তরা ১৭ নম্বরের বৃন্দাবন ও আশপাশের এলাকায় অবৈধভাবে রাজউকের জমিতে বস্তিঘর তৈরি করে অতিরিক্ত ভাড়া আদায়, বস্তিঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে ইচ্ছেমতো বিল আদায়, নিজেই গভীর নলকূপ বসিয়ে বস্তিতে পানি সংযোগ দিয়ে অর্থ আদায়, অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের গ্যারেজ যেখানে অবৈধভাবে ব্যাটারি চার্জ দেওয়া এবং রাজউকের জমিতে অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার সুলতানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ইন্ধন দানের অভিযোগে আরও একটি মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এমএসি/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *