লালমনিরহাটে বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত মাদরাসার ভেতরে ঢুকে পড়ায় ১৪ জন ছাত্র আহত হয়েছে। সেনাবাহিনীর একটি টিম এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
লালমনিরহাটে বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত মাদরাসার ভেতরে ঢুকে পড়ায় ১৪ জন ছাত্র আহত হয়েছে। সেনাবাহিনীর একটি টিম এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার হাড়িভাঙ্গা তা’লিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোররাতে মালামাল বিহীন একটি ট্রাক রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার বাউন্ডারিতে ঢুকে পড়ে।এতে মাদরাসার দেয়াল ভেঙে ভেতরে ঘুমন্ত ছাত্রদের শরীরে পড়ে ১৪ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত মুরসালিন (১২), নোমানসহ (১১) ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদেরকে রংপুর ও লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাড়িভাঙ্গা তা’লিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রধান হাফেজ মো. নুর আলম সিদ্দিক বলেন, মহাসড়ক থেকে মাদরাসাটি ৫ ফুট কাছে হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কর্তৃপক্ষ মাদরাসার সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দিলে ঝুঁকি কমবে। এ বিষয় অনেকবার বলা হয়েছে। কিন্তু কোনো ধরণের ব্যবস্থা নেয়নি।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, বেপরোয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এই ঘটনার পর চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
নিয়াজ আহমেদ সিপন/আরকে