প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গত সপ্তাহ ঘটে যাওয়া জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে, সেটি আইন-শৃঙ্খলা বাহিনী দেখছে জানিয়ে তিনি বলেন, সরকারের অবস্থান হলো কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না।
উপ-প্রেস সচিব বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশে সবকিছু শুধু একজনের জন্য হয়েছিল। কিন্তু তাজউদ্দিন, নজরুল ইসলামসহ চার নেতার কন্ট্রিবিউশন (অবদান) অনেক। আমরা তাদের অবদান স্বীকার করি।
এনএম/জেডএস