ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

শেখ হাসিনা সরকারের নেতৃত্বে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য’ নামের শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম। এসময় তারা দেশের সব স্তরে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টাকারীদের হুঁশিয়ারি দেন।

শেখ হাসিনা সরকারের নেতৃত্বে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য’ নামের শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম। এসময় তারা দেশের সব স্তরে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টাকারীদের হুঁশিয়ারি দেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার প্রশাসন থেকে শুরু করে শিক্ষাঙ্গনে তাদের লোকজন বসিয়েছে। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট সরকার হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা থেকে গেছে। জুলাই বিপ্লবে বিরোধিতাকারী চিহ্নিত আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এসময় তারা জুলাই বিপ্লবে শিক্ষক-শিক্ষার্থীসহ নিরীহ সাধারণ মানুষের ওপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের যথাযথ বিচারের দাবি জানান।

‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যের’ যুগ্ম আহ্বায়ক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজীম আহমেদ অর্ণব বলেন, আমরা দেখেছি ফ্যাসিবাদের জুলুম থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার জন্য সর্বমহলের মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে শামিল হয়েছিলেন। আন্দোলনে অনেক নিষ্পাপ ছোট ভাই-বোনদের জীবন দিতে হয়েছে। গত ১৫ বছরে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন তাদের কণ্ঠস্বরকে একত্রিত করতেই আমাদের এ আয়োজন। সেইসঙ্গে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসররা গত ১৫ বছরে যত নিরপরাধ মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাই।

কেএইচ/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *