ট্রাম্পের আগাম জয় ঘোষণার পরিকল্পনা ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা

ট্রাম্পের আগাম জয় ঘোষণার পরিকল্পনা ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা

২০২০ সালের মতো এবারের নির্বাচনেও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি আগাম বিজয় দাবি করেন, তাহলে সেটি মোকাবিলা করার উপায় প্রস্তুত করছেন ডেমোক্র্যাটরা। কমালা হ্যারিসের রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী শিবির ও দলীয় কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

২০২০ সালের মতো এবারের নির্বাচনেও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি আগাম বিজয় দাবি করেন, তাহলে সেটি মোকাবিলা করার উপায় প্রস্তুত করছেন ডেমোক্র্যাটরা। কমালা হ্যারিসের রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী শিবির ও দলীয় কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহে রিপাবলিকান দলীয় প্রার্থী সাংবাদিকদের বলেছেন, তিনি নির্বাচনের দিনই নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, চূড়ান্ত ফলাফল জানার জন্য কয়েক দিন সময় লাগতে পারে। বিশেষ করে যদি গুরুত্বপূর্ণ কিছু এলাকায় ভোট পুনর্গণনার দাবি ওঠে। আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান দলীয় ট্রাম্পের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাধারণত বিজয়ীদের নাম ঘোষণা করে দেশটির প্রধান প্রধান গণমাধ্যম। নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া ভোট গণনার তথ্য বিশ্লেষণ করে এই ঘোষণা দেয় গণমাধ্যম। যদিও প্রার্থীরা কখনও কখনও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীর জয়ের বিষয়টি সুস্পষ্ট হওয়ার আগে এটি করা অনেকটা অস্বাভাবিক।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কমালা হ্যারিস বলেছিলেন, ‘‘যদি তিনি (ডোনাল্ড ট্রাম্প) করেন (বিজয়ী দাবি), তাহলে আমরা দুঃখজনকভাবে হলেও প্রস্তুত। যদি আমরা জানি যে, তিনি আসলে গণমাধ্যমে কারসাজি করছেন এবং আমেরিকান জনগণের মতামত হেরফের করার চেষ্টা করছেন…আমরা জবাব দিতে প্রস্তুত।’’

এই প্রস্তুতির বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি কমালা। তবে ডেমোক্র্যাট দলীয় এবং হ্যারিসের প্রচার শিবিরের ছয়জন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প কোনও ধরনের আগাম বিজয় দাবি করলে তার বিরুদ্ধে প্রাথমিক লড়াই হবে জনগণের আদালতে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে বিজয়ীর নাম ঘোষণার আগে সমস্ত ভোট গণনার দাবি জানাবেন।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির শীর্ষ একজন কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি (ট্রাম্প) মিথ্যাভাবে বিজয় ঘোষণা করার সাথে সাথেই আমরা টেলিভিশনে সত্য তুলে ধরার জন্য প্রস্তুত। আমাদের এমন লোকজনের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে; যারা ট্রাম্পের আগাম ঘোষণার বিরুদ্ধে তাদের প্রভাব ব্যবহার করতে পারেন।

শুক্রবার কমালা হ্যারিসের প্রচার শিবিরের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, সব ভোট গণনা শেষ হওয়ার আগেই মঙ্গলবার রাতে ট্রাম্প নিজেকে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করতে পারেন বলে তারা ‘‘পুরোপুরি প্রত্যাশা’’ করছেন। তবে তিনি বলেন, ট্রাম্প আগেও এটা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। তিনি যদি আবারও এটা করেন, তাহলে আবারও ব্যর্থ হবেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও যুক্তরাষ্ট্রের প্রথম সারির টেলিভিশন নেটওয়ার্কগুলোতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার তিন দিন আগেই ভোটের দিনেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি। ওই নির্বাচনের ফল কখনই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে নির্বাচনী ফল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের প্রধান সহযোগী স্টিভ ব্যানন বলেছেন, নির্বাচনের দিন দ্রুত বিজয় ঘোষণা করা উচিত ট্রাম্পের। তিনি বলেন, তার (ট্রাম্পের) দাঁড়ানো উচিত। একই সঙ্গে তার বলা দরকার, আমি এটা জয় করেছি। মঙ্গলবার একটি ফেডারেল কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন স্টিভ ব্যানন। 

ট্রাম্পের প্রচার শিবির রয়টার্সকে বলেছে, ভোটাভুটি শেষ না হওয়া পর্যন্ত সব ভোটের জন্য লড়বেন রিপাবলিকান প্রার্থী। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই ট্রাম্প আবারও বিজয় ঘোষণা করার পরিকল্পনা করছেন কি না, এমন প্রশ্নের সরাসরি কোনও জবাব দেয়নি রিপালিকান প্রচার শিবির।

সূত্র: রয়টার্স।

এসএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *