চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পরে নগরীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। গেপ্তার দু’জন হলেন রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫)।
রাজেশ চৌধুরী নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ দোভাষ কলোনীর (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে।
জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশে করে।
সমাবেশ শেষে মিছিল নিয়ে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের শীর্ষে থাকা জাতীয় পতাকার উপর হিন্দুত্বাবাদীদের গেরুয়া পতাকা উত্তোলন করা হয়। পরে মিছিলটি সিটি কলেজের রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নিউ মার্কেট চত্ত্বরে গেরুয়া পতাকা উত্তোলনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেট দুনিয়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে, বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না। নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিধিমালা লঙ্ঘন করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘জাতীয় পতাকা অবমাননার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরএমএন/এমটিআই