গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর ১৫ জন কিশোরী শিক্ষার্থীর অসুস্থতার ঘটনা ঘটেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর ১৫ জন কিশোরী শিক্ষার্থীর অসুস্থতার ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হওয়া শিক্ষার্থীরা গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, টিকা দেওয়ার পর শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ অনুভব করে। দ্রুতই একে একে ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
নিবেদিতা গুণ নামে এক ছাত্রীর বাবা বলেন, টিকা নেওয়ার কিছুক্ষণ পরেই আমার মেয়ের মাথাব্যথা শুরু হয়। এরপর বিদ্যালয়ের আরও অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, ফলে সবাইকে হাসপাতালে নেওয়া হয়।
তবে গাইবান্ধার সিভিল সার্জন ডাক্তার কানিজ সাবিহা বলেন, এইচপিভি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরপরই শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে, যা তাদের অসুস্থতার কারণ হতে পারে। আধা ঘণ্টার মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।
রিপন আকন্দ/আরকে