বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক পেয়েছেন দেশের বিভিন্ন স্তরের প্রায় ২০০ জন সাংবাদিক। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পর্যায়ের অনুদান চেক সাংবাদিকদের হাতে তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দ্বিতীয় পর্যায়সহ এবার মোট ৩৫০ জনকে অনুদান দেওয়া হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক পেয়েছেন দেশের বিভিন্ন স্তরের প্রায় ২০০ জন সাংবাদিক। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পর্যায়ের অনুদান চেক সাংবাদিকদের হাতে তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দ্বিতীয় পর্যায়সহ এবার মোট ৩৫০ জনকে অনুদান দেওয়া হবে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে সাংবাদিককের হাতে অনুদান চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবেদন শুরু করে ১০ দিনের মধ্যে কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে আজ ৩৫০ জনকে নির্বাচন করা হয়েছে। আপনারা জানেন, আগে এই ট্রাস্টের টাকা পেতে দিনের পর দিন ঘুরতে হতো সাংবাদিকদের। আমরা সেটি লাঘব করার চেষ্টা করছি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য প্রমুখ।
এমএইচএন/এসএম