চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মসজিদের ইমামসহ দুজনকে কুপিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিজু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মসজিদের ইমামসহ দুজনকে কুপিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিজু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মিজু একই এলাকার তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মিজু মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ছিলেন।
অপরদিকে আহতরা হলেন- একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও তার সঙ্গে থাকা হারুনুর রশিদকে ছুরিকাঘাত করেন মিজু। পরে বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ আলী সুইট বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার পুরো দেহের বিভিন্ন জায়গায় শক্ত বস্তু দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, জরুরি সহায়তা সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় মিজানুর রহমান মিজুকে উদ্বার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আশিক আলী/আরএআর