সূরা তারিকের বাংলা উচ্চারণ ও অর্থ 

সূরা তারিকের বাংলা উচ্চারণ ও অর্থ 

সূরা আত-তারিক। পবিত্র কোরআনের ৮৬ নম্বর সূরা। সূরাটি কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা ১৭। এটি মাক্কী সূরার অন্তর্ভুক্ত। বক্তব্য, বিষয়ের উপস্থাপনা পদ্ধতির দিক দিয়ে মক্কায় অবতীর্ণ প্রাথমিক সূরাগুলোর সাথে এর মিল দেখা যায়।  মক্কার কাফেররা যখন কোরআন ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসলামের আহ্বানকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়েছিল ঠিক সে সময়ই এ সূরাটি নাযিল হয়। 

সূরা আত-তারিক। পবিত্র কোরআনের ৮৬ নম্বর সূরা। সূরাটি কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা ১৭। এটি মাক্কী সূরার অন্তর্ভুক্ত। বক্তব্য, বিষয়ের উপস্থাপনা পদ্ধতির দিক দিয়ে মক্কায় অবতীর্ণ প্রাথমিক সূরাগুলোর সাথে এর মিল দেখা যায়।  মক্কার কাফেররা যখন কোরআন ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসলামের আহ্বানকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়েছিল ঠিক সে সময়ই এ সূরাটি নাযিল হয়। 

সূরা তারিক

وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ‏ ١ وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الطَّارِقُۙ‏ ٢ النَّجۡمُ الثَّاقِبُۙ‏ ٣ اِنۡ كُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَيۡهَا حَافِظٌؕ‏ ٤ فَلۡيَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَؕ‏ ٥ خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍۙ‏ ٦ يَّخۡرُجُ مِنۡۢ بَيۡنِ الصُّلۡبِ وَالتَّرَآٮِٕبِؕ‏ ٧ اِنَّهٗ عَلٰى رَجۡعِهٖ لَقَادِرٌؕ‏ ٨ يَوۡمَ تُبۡلَى السَّرَآٮِٕرُۙ‏ ٩ فَمَا لَهٗ مِنۡ قُوَّةٍ وَّلَا نَاصِرٍؕ‏ ١٠ وَالسَّمَآءِ ذَاتِ الرَّجۡعِۙ‏ ١١ وَالۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِۙ‏ ١٢ اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌۙ‏ ١٣ وَّمَا هُوَ بِالۡهَزۡلِؕ‏ ١٤ اِنَّهُمۡ يَكِيۡدُوۡنَ كَيۡدًا ۙ‏ ١٥ وَّاَكِيۡدُ كَيۡدًا ۚۖ‏ ١٦ فَمَهِّلِ الۡكٰفِرِيۡنَ اَمۡهِلۡهُمۡ رُوَيۡدًا‏ ١٧

সুরা তারিক বাংলা উচ্চারণ :

১. ওয়াছ ছামাই ওয়াততা-রিক। ২. ওয়া মাআদরা-কা মাত্তা-রিক। ৩. আন্নাজমুছছা-কিব। ৪. ইন কুল্লুনাফছিল লাম্মা-‘আলাইহা-হা-ফিজ। ৫. ফালইয়ানযুরিল ইনছা-নুমিম্মা খুলিক। ৬. খুলিকা মিম্মাইন দা-ফিকি। ৭. ইয়াখরুজুমিম বাইনিসসুলবি ওয়াত্তারাইব। 

৮. ইন্নাহূ‘আলা-রাজ‘ইহী লাকা-দির। ৯. ইয়াওমা তুবলাছ ছারাইর। ১০. ফামা-লাহূমিন কুওওয়াতিওঁ ওয়ালা-না-সির। ১১. ওয়াছ ছামাই যা-তির রাজ‘ই। ১২. ওয়াল আরদিযা-তিসসাদ‘ই। ১৩. ইন্নাহূলাকাওলুন ফাসল। ১৪. ওয়ামা-হুওয়া বিল হাঝলি। ১৫. ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ। ১৬. ওয়া আকীদুকাইদা-। ১৭. ফামাহহিলিল কা-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা-।

সূরা তারিকের বাংলা অর্থ :

১. শপথ আসমানের এবং রাতে যা আবির্ভূত হয় তার। ২. তুমি কি জান যা রাতে আসে তা কী? ৩. উজ্জ্বল নক্ষত্র। ৪. প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে।

৫. অতএব মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে। ৬. তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে। ৭. এটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে।

৮. নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম। ৯.যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষিত হবে। ১০. সেদিন তার কোন সামর্থ্য থাকবে না, এবং সাহায্যকারীও নয়।

১১. শপথ বারবার বর্ষণশীল আকাশের। ১২. এবং শপথ যমীনের, যা বিদীর্ণ হয়। ১৩. নিশ্চয় তা (কোরআন সত্য-মিথ্যার) পার্থক্যকারী বাণী। ১৪.এবং এটা নিরর্থক নয়।

১৫.নিশ্চয় তারা ভীষণ চক্রান্ত করে। ১৬. এবং আমিও ভীষণ কৌশল করি। ১৭. অতএব অবিশ্বাসীদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *