পার্বত্যাঞ্চল নিয়ে ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করছে: শিবির সভাপতি

পার্বত্যাঞ্চল নিয়ে ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করছে: শিবির সভাপতি

পার্বত্য অঞ্চল নিয়ে ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির আয়োজিত সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পার্বত্য অঞ্চল নিয়ে ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির আয়োজিত সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে মানে কিন্তু রাষ্ট্র এখনো সুন্দর হয়নি। রাষ্ট্র নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। পার্বত্য অঞ্চলকে ঘিরে চক্রান্ত সবসময় লেগে আছে। পার্বত্য অঞ্চল নিয়ে ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করছে। প্রশাসন কাজ না করার মূল কারণ ফ্যাসিস্টদের ষড়যন্ত্র। ছাত্রশিবির বীরের ন্যায় ফ্যাসিস্টের বিরুদ্ধে সবসময় থাকবে।

ঢাবি ও জাবি সম্পর্কে কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে ছাত্রলীগকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন। একই কায়দায় গত দুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনই ছাত্রলীগের নেতাকর্মী। 

তিনি আরও বলেন, প্রশাসন কেন কাজ করে না কারণ এতে ফ্যাসিস্টের দোসররা জড়িত। ছাত্রশিবির রাজপথে বীরের ন্যায় ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আর কোনো ফ্যাসিস্ট যদি তাদের রূপে ফিরে আসে ছাত্রশিবির তার জনশক্তি, তাওহীদি জনতা ও মানুষকে নিয়ে রাজপথে থেকে মোকাবিলা করবে।

রাসুল (সা.) আমাদের জীবনের সেরা মডেল উল্লেখ করে তিনি বলেন, জীবনের যতটি দিক প্রয়োজন আমরা প্রত্যেকটি দিক রাসুল (সা.)-এর কাছ থেকে গ্রহণ করতে পারি। রাসুল (সা.) হলেন আমাদের জীবনের সেরা মডেল।

নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সায়েদ সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবীবুর রহমান আমানের সঞ্চালনায় সীরাত সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা আবুল হাসেম মোল্লা, শহর আমীর মাওলানা আবু ইউসুফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এতে নাতে রাসুল (সা.) উপলক্ষে নাত পরিবেশনা করেন হিল্লোল শিল্পীগোষ্ঠী।

হাসিব আল আমিন/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *