সূরা আসরের বাংলা উচ্চারণ ও অর্থ 

সূরা আসরের বাংলা উচ্চারণ ও অর্থ 

সূরা আল আসর পবিত্র কোরআনের ১০৩ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩ টি। আসর একটি আরবি শব্দ। আসর-এর বাংলা অর্থ-যুগ।

সূরা আল আসর পবিত্র কোরআনের ১০৩ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩ টি। আসর একটি আরবি শব্দ। আসর-এর বাংলা অর্থ-যুগ।

সূরা আসর

وَالۡعَصۡرِ ۙ ١ اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ ۙ ٢ اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوۡا بِالۡحَقِّ ۬ۙ  وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ ٪ ٣

সূরা আল-আসর বাংলা উচ্চারণ :

১. ওয়াল ‘আসর।২. ইন্নাল ইনছা-না লাফী খুছর।৩. ইল্লাল্লাযীনা আ-মানূ -ওয়া -আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।

সূরা আল-আসর বাংলা অনুবাদ

১. কসম যুগের (সময়ের),২. নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;৩. কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের। (সূরা আসর, আয়াত : ১-৩)

সূরা কাউসারের বাংলা অর্থ ও উচ্চারণ

সূরা কাউসার, পবিত্র কোরআনের সব থেকে ছোট সূরা। এর আয়াত সংখ্যা তিন। এটি মাক্কী সূরার অন্তর্ভুক্ত।

সূরা কাউসারে আল্লাহ তায়ালা রাসূল সা.-কে হাউজে কাউসারের সুসংবাদ দান করেছিলেন এবং তাঁর দুশমনদের শত্রুরতার জবাব দিয়েছিলেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম বা ইবরাহিম শৈশবেই মারা যাওয়ার পর মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলকে নির্বংশ বলে দোষারোপ করতে লাগলো।

তাদের মধ্যে কাফির আস ইবনে ওয়ায়েলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনও আলোচনা হলে সে বলতো, আরেহ, তার কথা বাদ দাও। সে তো কোনও চিন্তারই বিষয় নয়। কারণ, সে নির্বংশ। তার মৃত্যুর পর তার নাম উচ্চারণের মতো আর কেউ থাকবে না। এর প্রেক্ষিতে সূরা কাউসার নাজিল করেন আল্লাহ তায়ালা। -(ইবনে কাসির, মাযহারী)

সূরা কাউসার : 

اِنَّاۤ اَعۡطَيۡنٰكَ الۡكَوۡثَرَؕ‏ ١ فَصَلِّ لِرَبِّكَ وَانۡحَرۡ ؕ‏ ٢ اِنَّ شَانِئَكَ هُوَ الۡاَبۡتَرُ

 

সূরা কাউসারের বাংলা উচ্চারণ : 

১.ইন্নাআ‘তাইনা-কাল কাওছার। ২.ফা-সালিল লিরাব্বিকা ওয়ানহার। ৩. ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।

সূরা কাউসারের অর্থ : 

নিশ্চয় আমি আপনাকে আল-কাউসার দান করেছি। কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর। (তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। (সূরা কাউসার, আয়াত : ১-৩)

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *