অবরোধ ও পরিবহন ধর্মঘটের কারণে আটকে পড়া পর্যটকদের জন্য ৭৫ শতাংশ রুমভাড়া মওকুফ করেছে সাজেক-রিসোর্ট কটেজ মালিক সমিতি। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই চৌধুরী জয়।
অবরোধ ও পরিবহন ধর্মঘটের কারণে আটকে পড়া পর্যটকদের জন্য ৭৫ শতাংশ রুমভাড়া মওকুফ করেছে সাজেক-রিসোর্ট কটেজ মালিক সমিতি। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই চৌধুরী জয়।
তিনি বলেন, অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের জন্য আমরা গতকাল (শনিবার) ৫০ শতাংশ ছাড় দিয়েছিলাম, আজ আমরা সমিতির পক্ষ থেকে ছাড়ের পরিমাণ বাড়িয়ে ৭৫ শতাংশ করেছি।
পর্যটকরা কবে নাগাদ ফিরতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তবে রোববার কোনো গাড়ি সাজেকে যাতায়াত করেনি। এখন দেখা যাক সোমবার কোনো ব্যবস্থা হয় নাকি।
উল্লেখ্য, অবরোধের কারণে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। খাগড়াছড়িতে দু’পক্ষের সহিংসতার ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা। এই অবরোধে সমর্থন জানায় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শনিবার সকাল থেকে পার্বত্য জেলাগুলোতে এই অবরোধ শুরু হয়।
এদিকে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটিতে চলমান ১৪৪ধারা এবং সন্ধ্যায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
মিশু মল্লিক/আরকে