ইতালিতে চাঁদপুর সমিতির সভায় সদস্যদের বিভ্রান্তি না হতে আহ্বান

ইতালিতে চাঁদপুর সমিতির সভায় সদস্যদের বিভ্রান্তি না হতে আহ্বান

ইতালির রোমে চাঁদপুর জেলা সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) প্রেনেসতিনার একটি বারে স্থানীয় সময় বিকেলে এ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি নাছির উদ্দীন মানিকের সভাপতিত্বে এসময় সাবেক এবং বর্তমান কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ইতালির রোমে চাঁদপুর জেলা সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) প্রেনেসতিনার একটি বারে স্থানীয় সময় বিকেলে এ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি নাছির উদ্দীন মানিকের সভাপতিত্বে এসময় সাবেক এবং বর্তমান কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

উপস্থিত সদস্যরা চাঁদপুর জেলা সমিতির নানা বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে একটি বিষয়ে খুব গুরুত্ব দেওয়া হয়। সম্প্রতি সময়ে চাঁদপুর জেলা সমিতি নিয়ে একটি শ্রেণি সমিতিকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা কোনো সু-চিন্তার মানুষের পক্ষে সম্ভব নয়। উপস্থিত সদস্যরা এমন চিন্তা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে সবাইকে একই ছাতার নিচে চাঁদপুর জেলা সমিতির হাল ধরতে সদিচ্ছা লালন করতে বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন খাজা আহমেদ, মোয়াজ্জেম হোসেন মিয়াজী, সাজ্জাদ হোসাইন, রেজাউল করিম লিটন, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, রিংকু পাল, খায়রুল আলম, শেখ সাদি প্রমুখ।

এসময় মোয়াজ্জেম হোসেন মিয়াজী চাঁদপুর জেলা সমিতির ইতিহাস তুলে ধরে বলেন, ২০১০ সালে চাঁদপুর জেলাবাসীর সর্বসম্মতিতে সুন্দর একটি কমিটি গঠন করা হয়। ভ্রাতৃত্বের বন্ধনে সংগঠন এগিয়ে যাচ্ছে। ওই কমিটির নির্বাচিত সভাপতি নাসির উদ্দীন মানিক, সাধারণ সম্পাদক ছিলেন আবুল কাশেম পাটোয়ারী। রোববারের জরুরি সভায় অসাংগঠনিক কাজের জন্য সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। তার পদে বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম লিটনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোয়াজ্জেম বলেন, দুর্ভাগ্যবশত এক শ্রেণির কিছু মানুষ সংগঠনকে বিতর্কিত করার জন্য চাঁদপুরের সম্মান ক্ষুণ্ন করতে এ পর্যন্ত তিনটি কমিটি প্রকাশ করেছেন, যার কোনো ভিত্তি নেই। এমনকি চাঁদপুর জেলাবাসীর কেউ তা মেনে নেয়নি। আমরা উদাত্ত আহ্বান করব দলমত নির্বিশেষে চাঁদপুর জেলা সমিতির ঐক্যের স্বার্থে বিভেদ ভুলে বর্তমান নির্বাচিত কমিটিকে মেনে নতুন কোনো সংস্কার থাকলে তার জন্য মতপ্রকাশের স্বাধীনতা সবসময় খোলা রয়েছে।

মোশাররফ হোসেন বলেন, আমরা কোনো কোন্দল চাই না। সবাই একসঙ্গে পথ চলতে চাই।  বর্তমান কমিটির মাধ্যমে নতুন কিছু পুনর্বিবেচনা করা যেতে পারে, সেজন্য সবার একটু সহনশীল হওয়া দরকার।

এ ব্যাপারে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন বলেন, সংগঠনকে এগিয়ে নিতে সবার একে অপরের প্রতি আন্তরিক হতে হবে। তাছাড়া কমিটি নিয়ে নতুন কিছু করার চিন্তা থাকলে সবাইকে একই ছাতার নিচে আসার কোনো বিকল্প নেই। পাশাপাশি হিংসা বর্জন করে ভ্রাতৃত্বের প্রেম লালন করতে হবে। তবেই নতুন প্রত্যাশার আলো আশার সম্ভাবনা রয়েছে। তাই সাংগঠনিক নিয়মের প্রতি সম্মান রেখে চলা উচিত।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *