সম্প্রীতি ধরে রাখতে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী কাজ করছে

সম্প্রীতি ধরে রাখতে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী কাজ করছে

বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিসহ ১২ সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস। এ সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিসহ ১২ সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস। এ সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি।

সোমবার (১৪ অক্টোবর) সেনা জোনের উদ্যোগে জোন মাঠে এ সহায়তা দেওয়া হয়।

এসময় তিনি আরও বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। এ উৎসবটি শান্তিপূর্ণভাবে পালন করতে সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।

পরে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার ১৯টি বৌদ্ধ বিহার ও অসহায়-দরিদ্র বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মধ্যে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান জিএসও-৩, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ।

প্রসঙ্গত, বুধবার (১৬ অক্টোবর) শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *