শেরপুরের ৫ উপজেলায় ১৫৮ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

শেরপুরের ৫ উপজেলায় ১৫৮ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভায় জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, জেলা জামায়াতের আমির মো. হাফিজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে প্রমুখ।

সভায় জানানো হয়, এবার জেলার পাঁচ উপজেলায় ১৫৮ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা নেওয়া হবে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা কাজ করবে।

ওই সময় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির জেলা-উপজেলা পর্যায়ের সব নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন

মো. নাইমুর রহমান তালুকদার/কেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *