শিক্ষার্থীদের মারধরের অভিযোগে সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে মামলা 

শিক্ষার্থীদের মারধরের অভিযোগে সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে মামলা 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শাওন আহমেদ সিয়াম ওরফে পিয়াসসহ অন্য শিক্ষার্থীদের মারধরের ঘটনায় নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শাওন আহমেদ সিয়াম ওরফে পিয়াসসহ অন্য শিক্ষার্থীদের মারধরের ঘটনায় নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন আন্দোলনে মারপিটের শিকার শাওন আহমেদ সিয়াম।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক এমপি শিমুলের পিএস আকরাম হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তারুল ইসলাম আলম, কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ, ছাত্রলীগ নেতা দস্তগীর সজীব প্রমুখ।

মামলার এজাহারে ‍সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুর বাদী শাওন আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলনের প্রস্তুতি নিয়ে শহরের ভবানীগঞ্জ গ্রন্থাগারের সামনে পর্যন্ত আসা মাত্র সব আসামিদের হাতে থাকা লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা, চাইনিজ কুড়াল, পিস্তল নিয়ে দলবদ্ধ হয়ে সাবেক এমপি শিমুলের হুকুমে অতর্কিতভাবে হামলা করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করে আহত করে। একপর্যায়ে সাবেক এমপি শিমুল ফাঁকা গুলি করে ওই এলাকা জনশূন্য হয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী ঢাকা পোস্টকে বলেন, এ সংক্রান্ত একটি  অভিযোগ থানায় এসেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্তির প্রক্রিয়া চলছে।

গোলাম রাব্বানী/আরকে 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *