লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জনের যাবজ্জীবন 

লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জনের যাবজ্জীবন 

লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য আনসার আলী (৬০) ও আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০) নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য আনসার আলী (৬০) ও আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০) নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

লালমনিরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর  পিপি) আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আনসার আলী লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগীশ এলাকার মৃত ওমর আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামে জমি সংক্রান্ত ঝামেলার জেরে মিঠু প্রফেসরের জমিতে বিদ্যাবাগীশ এলাকার শ্রী বিনোদ চন্দ্রের ছেলে স্বপন রায়কে হত্যা করে মরদেহ ফেলে আসামিরা পালিয়ে যায়। পরদিন নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর দুই আসামির বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারা মোতাবেক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আনসার আলী ও আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি নরেশ চন্দ্র, ওমিজা বেগম ও মাহবুবার রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্ত দুই আসামি আনসার আলী ও আব্দুল মজিদকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের হাজতবাসের দিনগুলো সাজা থেকে বাদ দিতে আদেশে বলা হয়েছে।

নিয়াজ আহমেদ সিপন/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *