অধিকৃত ক্রিমিয়া উপকূলে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী আজ শনিবার এমন দাবি করেছে। সাবমেরিনটি ক্রিমিয়ার উপকূলে নোঙর করা ছিল।
অধিকৃত ক্রিমিয়া উপকূলে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী আজ শনিবার এমন দাবি করেছে। সাবমেরিনটি ক্রিমিয়ার উপকূলে নোঙর করা ছিল।
রোস্তোভ-অন-ডন নামের কিলো ক্লাস সাবমেরিনটির যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, গতকাল শুক্রবার একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সাবমেরিনটির উপর হামলা চালানো হয়। এরপর এটি ডুবে যায়।
জানা গেছে, ইউক্রেন যে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়ার কথা বলছে এমন চারটি সাবমেরিন কৃষ্ণ সাগরে মোতায়েন করে রেখেছে রাশিয়া। এগুলো কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। সাবমেরিনের উপর হামলার ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
ইউক্রেন ক্রিমিয়ায় রাশিয়ার একটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর তারা এটি অধিগ্রহণ করে।
যে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেন করেছে এটির মূল্য ৩০০ মিলিয়ন ডলার।
গত কয়েকদিন ধরেই রাশিয়ার নৌবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন। গত সপ্তাহে ইউক্রেন দাবি করে তাদের হামলায় টিকে থাকতে না পেরে রাশিয়া আজভ উপসাগর থেকে তার নৌবাহিনীকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে।
সূত্র: বিবিসি
এমটিআই