হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মুম্বাইয়ে তৃতীয় ও শেষ টেস্ট খেলছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের মাত্র দ্বিতীয় দিন শেষ হলো, অথচ এরই মাঝে পেন্ডুলাম সরে গেছে একপাশে। এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিক ভারতের হাতে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭১ রান। তবে ভারতের লিড পেরিয়ে তাদের পুঁজি ১৪৩ রান হয়েছে। যা ধবলধোলাই এড়ানোর সাহস যোগাচ্ছে রোহিত-কোহলিদের।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মুম্বাইয়ে তৃতীয় ও শেষ টেস্ট খেলছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের মাত্র দ্বিতীয় দিন শেষ হলো, অথচ এরই মাঝে পেন্ডুলাম সরে গেছে একপাশে। এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিক ভারতের হাতে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭১ রান। তবে ভারতের লিড পেরিয়ে তাদের পুঁজি ১৪৩ রান হয়েছে। যা ধবলধোলাই এড়ানোর সাহস যোগাচ্ছে রোহিত-কোহলিদের।
মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে টেস্টের প্রথমদিনেই পড়েছিল দুই দলের ১৪ উইকেট। আজ (শরিবার) সেটিও ছাড়িয়ে গেছে ভারত-নিউজিল্যান্ড। গতকাল রোহিতরা ৪ উইকেটে ৮৬ রান তুলে দিন শেষ করেছিল। আজ শুভমান গিল ও ঋষভ পান্তের ফিফটিতে তারা কিউইদের প্রথম ইনিংসে নেওয়া ২৩৫ রান পেরিয়ে যায়। লিড পায় ২৮ রানের। গিল সর্বোচ্চ ৯০ এবং পান্ত করেন ৬০ রান।
এরপর দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টম ল্যাথামের নিউজিল্যান্ড। যার শুরুটা করেছেন অধিনায়ক নিজেই। নিজেদের ইনিংসের পঞ্চম ডেলিভারিতেই আকাশ দ্বীপ তাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান। তখন দলীয় রান হয়েছিল মাত্র ২, অর্থাৎ ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে। এভাবে ৪৪ রান পর্যন্ত নিয়মিত বিরতিতে আরও ২ উইকেট হারায় সফরকারীরা। ডেভন কনওয়ের (২২) পর রাচিন রবীন্দ্রও (৪) প্রথম ইনিংসের মতোই ব্যর্থ।
চতুর্থ উইকেট জুটিতে উইল ইয়াং ও ড্যারিল মিচেল মিলে দলীয় খাতায় ৫০ রান যোগ করেন। ধারণা করা হচ্ছিল– ভারতকে আরেকটি হতাশা উপহার দিতে যাচ্ছে ইয়াং-মিচেল জুটি। তবে মিচেলের (২১) বিদায়ে ভাঙে সেই আশা। রবীন্দ্র জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে ওপরে তুলে দেন এই ডানহাতি ব্যাটার, যা পেছনের দিকে দৌড়ে দারুণ এক ক্যাচে পরিণত করেন রবিচন্দ্রন অশ্বিন। মাঝে গ্লেন ফিলিপ্স ঝোড়ো ইনিংস খেললেও আর কেউ ইয়াংকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফিলিপ্স ১৪ বলে করেন ২৬ রান।
টানা দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ফিফটি করেছেন ইয়াং। ১০০ বলে ২টি চার ও এক ছক্কায় তিনি ৫১ রান করে বিদায় নেন। দিন শেষ হওয়ার আগে কিউইদের সংগ্রহ ৯ উইকেটে ১৭১ রান। তৃতীয় দিনের শুরুতেই অবশিষ্ট উইকেট নিয়ে লক্ষ্যটা নাগালে রাখতে চাইবেন ভারতীয় বোলাররা।
স্বাগতিকদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আগের ইনিংসে ফাইফার নেওয়া জাদেজা। এ ছাড়া অশ্বিন ৩, আকাশ ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট শিকার করেছেন।
এর আগে প্রথম ইনিংসে ভারতের পুঁজি আরও বড় হওয়া থেকে আটকে দিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। তিনি টেস্টে নিজের উইকেটের ষষ্ঠ ফাইফার পূর্ণ করেছেন। তবে ভারতের জন্য স্বস্তি ছিল সাইড স্ট্রেন ইনজুরিতে এই ম্যাচের একাদশে মিচেল স্যান্টনারের অনুপস্থিতি। কিউইদের আগের দুটি টেস্ট জয়ের বড় অবদান তো এই বাঁ-হাতি স্পিনারের।
এএইচএস