ভারী বৃষ্টিতে ধস, হিমাচল প্রদেশে বন্ধ ১১৪টি সড়ক

ভারী বৃষ্টিতে ধস, হিমাচল প্রদেশে বন্ধ ১১৪টি সড়ক

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশে। রাজ্যের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। তার জেরে বন্ধ প্রায় ১১৪টি সড়ক। এর মধ্যে রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই সেখানে ভারী বৃষ্টি থামছে না। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশে। রাজ্যের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। তার জেরে বন্ধ প্রায় ১১৪টি সড়ক। এর মধ্যে রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই সেখানে ভারী বৃষ্টি থামছে না। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হিমাচলের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা বিভাগ জানিয়েছে, প্রদেশের মান্ডিতে ৩৬টি, কুলুতে ৩৪টি, শিমলায় ২৭টি, লাহৌল এবং স্পিতিতে আটটি, কাংড়ায় সাতটি, কিন্নর জেলায় দু’টি সড়ক বন্ধ রয়েছে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮২টি পথে বাস পরিষেবা বন্ধ করেছে রাজ্য সড়ক পরিবহন দপ্তর। ২৭ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির কারণে দুর্ঘটনা হয়ে প্রাণ গেছে ৭৭ জনের। ৬৫৫ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ৩১ জুলাই রাতে বানের পানিতে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির পাধার, শিমলার রামপুরে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। তারপর থেকে নিখোঁজ প্রায় ৪৫ জন। তাদের খোঁজে নেমেছে সেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি।

গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোগিন্দরনগরে। সেখানে ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গোহারে ওই সময়ে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। ধর্মশালায় ৫৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *