ভারত হারতেই পন্তের আউট নিয়ে বিতর্ক, যা বলছেন রোহিত-ডি ভিলিয়ার্স

ভারত হারতেই পন্তের আউট নিয়ে বিতর্ক, যা বলছেন রোহিত-ডি ভিলিয়ার্স

আরেকটাবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরও একবার অ্যাজাজ প্যাটেল দেখালেন নিজের সক্ষমতা। একের পর এক উইকেট পড়ছে ভারতের। অন্যপ্রান্তটা তখনও আগলে রেখেছিলেন ঋশভ পান্ত। কিন্তু শেষ পর্যন্ত তার ৫৭ বলে ৬৪ রানের ওয়ানডে মেজাজের ইনিংস শেষ হয় বিতর্কিত এক আউটে। তাতে মুম্বাই টেস্টে ভারতের জয়ের স্বপ্নটাও মিইয়ে আসে।

আরেকটাবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরও একবার অ্যাজাজ প্যাটেল দেখালেন নিজের সক্ষমতা। একের পর এক উইকেট পড়ছে ভারতের। অন্যপ্রান্তটা তখনও আগলে রেখেছিলেন ঋশভ পান্ত। কিন্তু শেষ পর্যন্ত তার ৫৭ বলে ৬৪ রানের ওয়ানডে মেজাজের ইনিংস শেষ হয় বিতর্কিত এক আউটে। তাতে মুম্বাই টেস্টে ভারতের জয়ের স্বপ্নটাও মিইয়ে আসে।

বিতর্কিত সে আউট নিয়ে ম্যাচশেষে কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এমন আউটের বিশ্লেষণ করেছেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্সও। টুইটারেও চলছে ব্যাপক আলোচনা। অনেকের মতেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন পান্ত। 

ঘটনা ভারতের দ্বিতীয় ইনিংসের ২২তম ওভারে। এজাজ প্যাটেলের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে ডিফেন্ড করার চেষ্টা করেন পান্ত। বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে অনেকটা সুইং করেছিল। পান্ত ব্যাট এগিয়ে ব্লক করার চিন্তায় ছিলেন।  কিন্তু তার প্যাডে ব্যাট আটকে যায়। ঠিক সেই সময়ই বল ব্যাটের কাছ ঘেঁষে প্যাডে লেগে হাওয়ায় ওঠে। টম ব্লান্ডেল ক্যাচ ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা আউটের আবেদন করেন। 

মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেননি। তবে নিউজিল্যান্ডের নেয়া রিভিউতে দেখা যায়, বল যখন ব্যাটের পাশ দিয়ে গিয়েছে ঠিক তখনই পন্তের ব্যাট প্যাডে লেগেছে। আল্ট্রাএজে দাগ দেখা যায়। শব্দকম্পনের এই দাগ থেকেই নিশ্চিত হওয়া যায় ব্যাটে-বলের সংযোগ। কিন্তু স্পষ্টতই ব্যাট ও বলের মাঝে ছিল বেশ খানিকটা ফাঁকা জায়গা। ব্যাট প্যাডে লেগেছে ধরেই দেয়া হয় এলবিডব্লিউ-এর সিদ্ধান্ত। 

তবে সে সিদ্ধান্তে খুশি ছিলেন না পান্ত। ফিফটি হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত ছিলেন। দলের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪১ রান। একপ্রান্ত ধরে রেখে তিনিই দলকে টেনে নিচ্ছিলেন। তার আউটের সিদ্ধান্ত নিয়ে ম্যাচশেষে মুখ খুলেছেন অধিনায়ক রোহিত। আক্ষেপ প্রকাশ করেছেন পন্তের এমন আউট নিয়ে, ‘আমি জানি না এই বিষয়ে কিছু বলা ঠিক হবে কি না। তবে আমাদের এটাই শেখানো হয়েছে যে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলের জন্য উপযুক্ত প্রমাণ না থাকলে সেই সিদ্ধান্তই বহাল থাকে। এই ধরনের ম্যাচে একটা সিদ্ধান্ত সব বদলে দেয়।’

এদিকে সাবেক প্রোটিয়া ব্যাটার ডি ভিলিয়ার্স মনে করেন, এমন আউটে বিষয়ে স্পষ্ট হতে হটস্পটের প্রয়োজন ছিল, ‘পান্তের ব্যাটে কি বল লেগেছিল? সমস্যাটা হলো ঠিক যে সময়ে বল ব্যাটের পাশ দিয়ে গিয়েছে সেই সময়ই ওর ব্যাট প্যাডে লেগেছিল। কিন্তু কীভাবে এটা স্পষ্ট হলো যে বল ব্যাটেই লেগেছে। এই ধরনের ম্যাচে এটা একটা বিশাল বড় মুহূর্ত। হটস্পট কোথায়?’

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *