বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ঢাকার মিরপুর ও শেরপুর সদর থানায় দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলার চার আসামিকে শেরপুরের ঝিনাইগাতীর তিনআনী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ঢাকার মিরপুর ও শেরপুর সদর থানায় দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলার চার আসামিকে শেরপুরের ঝিনাইগাতীর তিনআনী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইগাতীর চিকাপাড়া মালিঝিকান্দার জামশেদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩০), বাতিয়াগাঁওয়ের আ. মালিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৮), হাসলি-গাঁওয়ের আইজ উদ্দিনের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৯) ও শেরপুর সদরের ধানুয়া পাড়ার মৃত ছবেদ আলী মণ্ডলের ছেলে মো. হুমায়ূন কবির (৬০)। গতকাল (২৪ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীর তিনআনী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে ঢাকাসহ সারা দেশে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। উক্ত হামলায় ঢাকার মিরপুর থানা এলাকায় আশরাফুল ইসলাম নামের একজন ছাত্র নিহত হয়। নিহতের ভাই মো. আমিনুল ইসলাম ডিএমপি মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি মোশারফ হোসেনকে তিনআনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই আন্দোলনে শেরপুর সদরে হামলার ঘটনায় শেরপুর সদর থানায় হত্যাচেষ্টার অপর মামলার আসামি জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, হুমায়ূন কবিরকে একই এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. নাইমুর রহমান তালুকদার/এমজেইউ