বাংলাদেশের মাটিতে আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে দেশে রাজনৈতিক পালাবদলের পর উদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসরটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। আজ (মঙ্গলবার) আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যেখানে মেয়েদের এই টুর্নামেন্টের অর্থ পুরস্কার বাড়ানো হয়েছে অবিশ্বাস্য হারে, যা পুরুষ ক্রিকেটের সমান।
বাংলাদেশের মাটিতে আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে দেশে রাজনৈতিক পালাবদলের পর উদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসরটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। আজ (মঙ্গলবার) আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যেখানে মেয়েদের এই টুর্নামেন্টের অর্থ পুরস্কার বাড়ানো হয়েছে অবিশ্বাস্য হারে, যা পুরুষ ক্রিকেটের সমান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ প্রাইজমানির পরিমাণ ২.৩৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি ৯৬ লাখ টাকা। মেয়েদের সংক্ষিপ্ত ফরম্যাটের গত বিশ্বকাপের তুলনায় এই অঙ্ক বাড়ানো হয়েছে ১৩৪ শতাংশ। সেই আসরে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১ মিলিয়ন ডলার পেয়েছিল। কেবল চ্যাম্পিয়ন দলই নয়, বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানিও বেড়েছে ২২৫ শতাংশ।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর সর্বশেষ হয়েছিল ২০২৩ সালে। যেখানে সর্বমোট প্রাইজমানি ছিল ২.৪৫ মার্কিন ডলার। এবার সেই প্রাইজমানি অবিশ্বাস্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৭.৯৫ মার্কিন ডলারে, অর্থাৎ পুরো আসরের জন্য বাংলাদেশি মুদ্রায় ৯৫ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
বিস্তারিত আসছে…
এএইচএস