বিনামূল্যে সার-বীজ পেল ৪৫৯৫ জন কৃষক

বিনামূল্যে সার-বীজ পেল ৪৫৯৫ জন কৃষক

মাগুরায় চলতি অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ৪৫৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, মসুর ডাল, ভূট্টা, খেসারী, মুগ, ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মাগুরায় চলতি অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ৪৫৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, মসুর ডাল, ভূট্টা, খেসারী, মুগ, ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা ভেটেনারি কর্মকর্তা সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে রবি প্রণোদনার ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৪ হাজার ৫৯৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া গম ১৮৮০ জন, ভুট্টা ৭৫ জন, শীতকালীন পেঁয়াজ ৪৩০ জন, সরিষা ১৬০০ জন, মসুর ডাল ৩৮০ জন, খেসারি ডাল ১৮০ জন ও মুগ ১৮০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।

আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *