লেবাননে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করে পরে আবার দেশে না ফেরার আবেদন করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এসব বাংলাদেশিদের পরে দূতাবাসের ব্যবস্থাপনায় প্লেনযোগে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।
লেবাননে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করে পরে আবার দেশে না ফেরার আবেদন করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এসব বাংলাদেশিদের পরে দূতাবাসের ব্যবস্থাপনায় প্লেনযোগে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেবাননে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে যেসব অনিয়মিত প্রবাসী বাংলাদেশি (আকামাবিহীন) এবং যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা শুধু পাসপোর্টের ফটোকপি আছে তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এরইমধ্যে যারা দূতাবাসের নোটিশ অনুযায়ী ফরম পূরণ করে জমা দিয়েছেন, কিন্তু পরে দেশে না যাওয়ার জন্য পুনরায় আবেদন করছেন; তাদেরকে পরে দূতাবাসের ব্যবস্থাপনায় প্লেনযোগে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।
এছাড়া, লেবাননে এ ধরনের অনিয়মিত প্রবাসীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতার সম্মুখীন হলে সব দায়দায়িত্ব নিজেদের বহন করতে হবে।
এনআই/জেডএস