ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ খেলছে পাকিস্তান। সেখানে পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট সিরিজের দলও ঘোষণা করেছে পিসিবি। স্কোয়াডে কামরান গুলাম না থাকায় পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ইউসুফের ওপর তোপ দেগেছেন আহমেদ শেহজাদ। এমনকি চ্যাম্পিয়ন্স কাপকে তিনি ‘ধোঁকা কাপ’ বলে উল্লেখ করেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ খেলছে পাকিস্তান। সেখানে পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট সিরিজের দলও ঘোষণা করেছে পিসিবি। স্কোয়াডে কামরান গুলাম না থাকায় পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ইউসুফের ওপর তোপ দেগেছেন আহমেদ শেহজাদ। এমনকি চ্যাম্পিয়ন্স কাপকে তিনি ‘ধোঁকা কাপ’ বলে উল্লেখ করেছেন।
মুলতানে আগামী ৭ অক্টোবর প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। যার জন্য পাকিস্তানের ঘোষিত দল দেখে নিজের ইউটিউব চ্যানেলে হতাশা প্রকাশ করেছেন শেহজাদ। যেখানে তিনি পিসিবি সভাপতি মহসিন নাকভিরও কড়া সমালোচনা করেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর দলে বড় ‘সার্জারি’ (রদবদল) করা হবে বলে জানিয়েছিলেন নাকভি। কিন্তু সেরকম কিছু না দেখে ক্ষেপে গেলেন শেহজাদ।
জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার বলেন, ‘কামরান গুলাম আবারও অবহেলার শিকার। মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের ১৫ সদস্যের দলে রাখেননি। এরপর পেছনে ফিরে দেখা যাক– এটা সেই দল, যারা বিশ্বকাপের পরের রাউন্ডেও উঠতে পারেনি, এমনকি হেরেছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে। একই দল আবার বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলে হেরেছে এবং ইতিহাসে প্রথমবারের মতো তারা হোয়াইটওয়াশ হয়েছে এই প্রতিপক্ষের কাছে।’
শেহজাদ আরও বলেন, ‘এমন পরিস্থিতি দেখে বলা হয়েছিল দলে ‘‘সার্জারি’’ করা হবে, কিন্তু সেটা দেখা যায়নি। সবশেষে তারা (পিসিবি) বলল যে আমাদের উপযুক্ত ব্যক্তি নেই। এরপর তারা ‘‘ধোঁকা কাপ’’ (চ্যাম্পিয়ন্স কাপ) চালু করল এবং বলল যে এই ‘‘ধোঁকা কাপে’’ পারফর্ম করা ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। শুধু অপেক্ষা করুন– তারা পাঁচজন ক্রিকেটার সারিবদ্ধভাবে দাঁড় করাবে। আপনি দেখবেন কীভাবে এই এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) পদ্ধতি কাজ করে।’
আসন্ন সিরিজের জন্য পাকিস্তান দলে নেওয়া হয়েছে ইনজুরি কাটিয়ে ফেরা আমের জামাল ও শাহিন আফ্রিদিকে। তাদের চোটের সমস্যা রয়েছে উল্লেখ করে মোহাম্মদ আলি, কামরান গুলাম ও শাহিবজাদা ফারহানকে নেওয়া দরকার ছিল বলে উল্লেখ করেন শেহজাদ। ৩২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘আপনারা দেখবেন পাকিস্তান দলের ভাগ্য বদলায় কি না। আমরা পাঁচজন মেন্টর (চ্যাম্পিয়ন্স কাপের জন্য) রেখেছি, যাদের ৫ মিলিয়ন বেতন দেওয়া হচ্ছে। বিশ্বাস করুন এই কাপেও কোনো আশা পূরণ হবে না। বাংলাদেশ সিরিজে থাকলেও খেলানো হয়নি কামরান গুলামকে, সেখান থেকে ফিরেও সে চ্যাম্পিয়ন্স কাপে দুটি সেঞ্চুরি করেছে। তা সত্ত্বেও তাকে দল থেকে বাদ দেওয়া হলো। কি দারুণ সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ ইউসুফ!’
তিনি আরও যোগ করেন, ‘খুররম শেহজাদ ইনজুরড এবং সে স্কোয়াডে আছে। আমের জামাল, শাহিন আফ্রিদি পুরো ফিট নয়, অথচ মোহাম্মদ আলিকে দলে নেওয়া হয়নি। কামরান গুলাম এবং শাহিবজাদা ফারহানদের কেন ১৫ সদস্যের মধ্যে অন্তর্ভূক্ত করা হলো না, কোনো জবাব আছে? তারা কী অপরাধ করেছে? তাদের কি শুধু একটাই অপরাধ যে, তারা বাবর আজমের পজিশনে ব্যাট করে?’
উল্লেখ্য, ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। যার জন্য স্বাগতিকরা আজ স্কোয়াড ঘোষণা করেছে। ৭ ও ১৫ প্রথম দুই টেস্টের ভেন্যু মুলতান। ২৪ অক্টোবর থেকে তৃতীয় টেস্ট চলবে রাওয়ালপিন্ডিতে।
এএইচএস