বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিতে দেখা গেছে স্থানীয় জনতাকেও। সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিতে দেখা গেছে স্থানীয় জনতাকেও। সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ আগস্ট) বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের সামনে থেকে সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে বাউয়েট ও ধুপইল হাইস্কুল মোড় প্রদক্ষিণি শেষে আবার স্যাপার কলেজের সামনের সড়কে এসে সমাবেশ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সমাবেশ চলছে।
সেখানে, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই জেলে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঢাকা পোস্টকে বলেন, স্যাপার কলেজের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। তারা (শিক্ষার্থীরা) শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। সেখানে আমাদের পুলিশ রয়েছে। যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ সদস্যরা সজাগ রয়েছে।
গোলাম রাব্বানী/কেএ