রংপুরে সংঘর্ষে কাউন্সিলরসহ নিহত ৪

রংপুরে সংঘর্ষে কাউন্সিলরসহ নিহত ৪

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা ও তার ভাগনেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা ও তার ভাগনেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুরে এ ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকে।

কাউন্সিলর হারাধন রায় হারা রংপুর মহানগর আওয়ামী লীগের পরশুরাম থানা কমিটির সভাপতি।

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বর্তমান ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া পৃথক ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন। এ নিয়ে এখন পর্যন্ত রংপুরে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

এদিকে রংপুর মহানগরীতে আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। এ ছাড়া বদরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *