জাতীয় যুব আরচ্যারি শুরু

জাতীয় যুব আরচ্যারি শুরু

৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে থমথমে পরিস্থিতি। ফুটবল, ক্রিকেট, আরচ্যারি ও দাবা দেশের বাইরে দল পাঠালেও ঘরোয়া প্রতিযোগিতা নেই বললেই চলে। এক্ষেত্রে অবশ্য আরচ্যারি ব্যতিক্রম। 

৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে থমথমে পরিস্থিতি। ফুটবল, ক্রিকেট, আরচ্যারি ও দাবা দেশের বাইরে দল পাঠালেও ঘরোয়া প্রতিযোগিতা নেই বললেই চলে। এক্ষেত্রে অবশ্য আরচ্যারি ব্যতিক্রম। 

আরচ্যারি ফেডারেশন আজ (শুক্রবার) থেকে শুরু করেছে ৬ষ্ঠ জাতীয় যুব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ্স-২০২৪। রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগে বয়সভিত্তিক ক্যাটাগরিতে আরচ্যাররা অংশগ্রহণ করছেন। আজ কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে রিকার্ভ ডিভিশনের বালক সেকশনে ৭০ মিটার দূরত্বে ৭২টি তির ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে মো. রাকিব মিয়া (বিকেএসপি) ৬৭১ স্কোর করে ২৫ জনের মধ্যে প্রথম হন। বালিকা সেকশনে দিয়া সিদ্দিকী (বাংলাদেশ আনসার) ৬২৫ স্কোর করে ১৮ জনের মধ্যে প্রথম হন। 

অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে রিকার্ভ ডিভিশনে বালক সেকশনে ৬০ মিটার দূরত্বে ৭২টি তির ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে হিমেল সরোয়ার (বিকেএসপি) ৬৬০ স্কোর করে ১১ জনের মধ্যে প্রথম হন। বালিকা সেকশনে মোসাম্মৎ সোনালী (বিকেএসপি) ৬৪৩ স্কোর করে প্রথম হন ১৪ জনের মধ্যে।

অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে রিকার্ভ ডিভিশনে বালক সেকশনে ৪০ মিটার দূরত্বে ৭২টি তির ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে মো. নাহিদ হাসান (বিকেএসপি) ৬৯১ স্কোর করে ১৯ জনের মধ্যে প্রথম হন। বালিকা সেকশনে প্রভাতি রায় (কোয়ান্টামম স্পোর্টিয়াম) ৬৬৬ স্কোর করে প্রথম হন ১৯ জনের মধ্যে।

অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে কম্পাউন্ড ডিভিশনে বালক সেকশনে ৫০ মিটার দূরত্বে ৭২টি তির ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে তপু রায় (বিকেএসপি) ৬৬২ স্কোর করে ৬ জনের মধ্যে প্রথম হন। বালিকা সেকশনে পুস্পিতা জামান (বাংলাদেশ বিমান বাহিনী) ৬৭৭ স্কোর করে ৫ জনের মধ্যে প্রথম হন।

অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে কম্পাউন্ড ডিভিশনে বালক সেকশনে ৫০ মিটার দূরত্বে ৭২টি তির ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে খন্দকার তৌহিদ (বিকেএসপি) ৬৭০ স্কোর করে ৪জনের মধ্যে প্রথম হন। বালিকা সেকশনে কুলসুম আক্তার মনি (বিকেএসপি) ৬৭৭ স্কোর করে প্রথম হন ৯ জনের মধ্যে।

রিকার্ভ ডিভিশনে ইলিমিনেশন রাউন্ড শেষে আজ দলগত ইভেন্টে ৪টি ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে রিকার্ভ ডিভিশনে বালক দলগত ইভেন্টে নাজিব স্পোর্টিং ক্লাব ৬-০ সেটে চুয়াডাঙ্গা আরচ্যারি ক্লাবকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে। বালিকা দলগত ইভেন্টে বয়েজ ইউনিয়নকে পরাজিত করে ৬-২ সেটে ব্রোঞ্জ মেডেল জিতে নাজিব স্পোর্টিং ক্লাব।

অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে রিকার্ভ ডিভিশনে বালক দলগত ইভেন্টে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ৬-২ সেটে চুয়াডাঙ্গা আরচ্যারি ক্লাবকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জিতে। বালিকা সেকশনে বিকেএসপি ৬-০ সেটে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জিতেছে।

এজেড/এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *