জয়পুরহাটে জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটে জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটে জাল নোট ছাপানো চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছ র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব)। তাদের কাছ থেকে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। দুর্গাপূজা সামনে রেখে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রের।

জয়পুরহাটে জাল নোট ছাপানো চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছ র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব)। তাদের কাছ থেকে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। দুর্গাপূজা সামনে রেখে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রের।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার একজনের নাম আরাফাত আজিজুল হক (২০)। আরেকজন ১৪ বছর বয়সী কিশোর। আরাফাত জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের আনিছুর রহমানের ছেলে এবং ১৪ বছর বয়সি ওই কিশোরের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বর্মণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার দুজনের কাছে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট ও নগদ ২ হাজার ৯০০ টাকা পাওয়া যায়। তাদের কাছে জাল নোট ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে। গ্রেপ্তার আরাফাত এই চক্রের মূলহোতা হিসেবে কাজ করতেন। তার সহযোগী হিসেবে ওই কিশোর কাজ করতো। তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, গ্রেপ্তাররা আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে জাল নোট তৈরি করে আসছিলেন। তারা আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে জাল নোট ঢুকিয়ে চালিয়ে দিতেন। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করতেন। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

চম্পক কুমার/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *