ছাত্র-জনতার মিছিলে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ছাত্র-জনতার মিছিলে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফেনীতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান করে ৮৪ জনের নাম উল্লেখ ও আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

বুধবার রাতে হামলায় আহত আবদুল হান্নান নামে এক ব্যক্তি বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বড় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতা। এতে অংশ নেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ছেরাজুল হকের ছেলে ওয়ার্কশপ কর্মচারী মো. আবদুল হান্নান (৩২)। এ সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে কর্মসূচিতে হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের ছোঁড়া নির্বিচারে গুলি ও ককটেলের শব্দে জনমনে আতঙ্ক তৈরি হলে প্রাণ ভয়ে মানুষ ছোটাছুটি শুরু করে। প্রাণ বাঁচাতে মামলার বাদী তাকিয়া রোডের মুখে এলে মনোয়ার হোসেন দুলালসহ অন্য আসামিরা তার বুক, মাথায় ও দুই চোখে উপর্যুপরি গুলি করতে থাকে। দুই চোখে গুলির স্প্লিন্টার লেগে তিনি গুরুতর আহত হন। পরে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যান। আসামিদের গুলির আঘাতে তার বাম চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে ও অন্য চোখের দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে।

এ মামলায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলালকে ৬৬ নম্বর আসামি করা হয়েছে। 

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক চৌধুরী/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *